পূর্ব মেদিনীপুর: হজরত মহাম্মদ-এর শুভ আগমন দিবসকে স্মরণীয় করে রাখতে পালন করা হয় বিশ্ব নবী দিবস… এই বিশ্ব নবী দিবস উপলক্ষেই সমগ্র মানবজাতির মধ্যে সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করার উদ্দেশ্যে এ পি এস সি ফুড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কাঁথি শহরের রাজপথে পথ চলতি মানুষকে প্রদান করা হলো মিষ্টি, ফলের জুস, জলের বোতল…
পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী কাঁথি শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে পথ চলতি মানুষের হাতে মিষ্টি জলের বোতল ফলের জুস তুলে দেন এ পি এস সি ফুড প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর আলেম আলী খান..
তিনি বলেন হযরত মহম্মদ বিশ্ব মানবতার প্রতীক.. তিনি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের হয়ে আসেননি.. সারা বিশ্বের জন্য এসেছিলেন.. ওই বার্তা দেওয়ার জন্যই আজ আমরা এই উদ্যোগ নিয়েছি. যেখানে আমরা বার্তা দিতে চেয়েছি সাধারণ মানুষকে যে আমাদের মধ্যে কোন বিভেদ নেই.. প্রায় দেড় হাজার জনের ব্যবস্থা আমরা করেছিলাম… হযরত মহম্মদ আসার আগে যে হিংসা পৃথিবীতে ছিল… ওনার আগমনের পর সেই হিংসা আর পৃথিবীতে নেই সেই খুশিতেই আমরা বিশ্ব নবী দিবস পালন সাধারণ মানুষের সেবার মধ্যে ভাগ করে নিলাম এবং এই বার্তা দিলাম আমরা সকলেই এক