পশ্চিম মেদিনীপুর: দাসপুরের রানীচকে ধসের কবলে ৫টি বাড়ি! প্রাণ বাঁচিয়ে বাড়ি ছাড়লেন সদস্যরা। প্রায় ১০ ফুট করে বসে গিয়েছে পাঁচটি বাড়ি। কোন রকমে বাড়ির সদস্যরা প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। গোভির রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত। আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারের লোকজন।
নদী বাঁধের মাটি নরম হয়ে ধসে যাওয়ার কারণে বাড়ি গুলো, ক্ষতিগ্রস্ত হয়েছে । ক্ষতির মুখে আরো ৫-৬ টি বাড়ি। গোটা ঘটনায় ইতিমধ্যে এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর দু’নম্বর ব্লকের কুমারচক রানাপাড়া এলাকার ঘটনা।।
বৃহস্পতিবার ভোররাতে রাতেই এলাকাবাসীদের নজরে আসে বিষয়টি, সেই সময় গভীর নিদ্রায় ছিল ওই পরিবারের সদস্যরা, প্রতিবেশীদের চিৎকারে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা গিয়ে পরিদর্শন করে আসেন গোটা এলাকা।যদি এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত বলেন ওই পরিবারগুলিকে সব ধরনের সহযোগিতা করা হবে।