আসানসোল : যাত্রী পরিষেবার বাস মিনিবাস এর ভাড়ার সঠিক তালিকা নির্ধারণের জন্য পশ্চিমবঙ্গ বাস মিনিবাস সমন্বয় সমিতি সদস্য রা আজ দেখা করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসকের সাথে। জাতীয় পরিষেবার বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সদস্যদের বক্তব্য কোভিড সময়কালীন থেকে বাসের ভাড়া সাথে যাত্রীদের অনুদান দিয়ে বাস চলাচল সচল রয়েছে। এই পরিষেবা কে সচল রাখতে এবং ভাড়ার সঠিক তালিকা নির্ধারণের জন্য জেলা শাসক ও পুলিশ কমিশনার কে আবেদন জানিয়েছেন।
অন্যদিকে আইএনটিটিইউসি নেতা রাজুআলুলিয়া বলেন বাস মালিকরা সময় মত ভাড়া বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন করে থাকেন, কিন্তু বাস কর্মীদের বেতন বৃদ্ধির কোন আলোচনা হয় না, তাদের দাবি পুজোর আগে বাস ও মিনি বাস কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে বাস মালিকদের।