Tuesday, December 17, 2024
Homeরাজ্যের খবরপ্রতি বছর কন্যাসংক্রান্তিতে বা ভাদ্রমাসের শেষ দিনে সম্পন্ন হয় বিশ্বকর্মা পুজা হয়

প্রতি বছর কন্যাসংক্রান্তিতে বা ভাদ্রমাসের শেষ দিনে সম্পন্ন হয় বিশ্বকর্মা পুজা হয়

মেদিনীপুর:  প্রতি বছর কন্যাসংক্রান্তিতে বা ভাদ্রমাসের শেষ দিনে সম্পন্ন হয় বিশ্বকর্মা পুজা হয়। বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেন শ্রমিক বন্ধুরা। তার আগে সোমবার রাত্রি দশটা নাগাদ হসপিটাল রোডের নান্নুর চক অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলা মিনি ট্রাক ও  ট্রাক ড্রাইভার হেল্পার শ্রমিক ইউনিয়ন প্রতি বছরের মত এ বছরও বিশ্বকর্মা পুজো আয়োজন করা হয়েছে।

এই পূজার শুভ উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান ও আশীষ চক্রবর্তী।প্রথমেই ফিতে কেটে শুভ দারোঘাটন করেন। ইউনিয়নের পক্ষ থেকে অতিথিদের বরণ করা হয় পুষ্পস্তবক  দিয়ে। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী। পশ্চিম মেদিনীপুর জেলা মিনি ট্রাক ও ট্রাক ড্রাইভার হেল্পার শ্রমিক ইউনিয়ন জেলা সম্পাদক রমেন বারিক সহ ড্রাইভার, হেল্পার ও শ্রমিক সহ অন্যান্যরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments