বীরভূম: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের জামিন হওয়ার খুশিতে গ্রামবাসীদের মাংস ভাত খাওয়ানো হলো নানুরে। গরু পাচার মামলায় সিবিআই এর দায়ের করা মামলায় গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
তারপর, জামিন হলো তার মেয়ে সুকন্যা মণ্ডলের। ইডির দায়ের করা গরু পাচার মামলার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল দীর্ঘদিন ধরে জেলে থাকার পর গতকাল দিল্লী হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জানি পেয়েছে। জামিনের খবর জানাজানি হতে খুশিতে আত্মহারা জেলার অনুব্রত ঘনিষ্ঠ নেতাকর্মীরা।
সুকন্যা মন্ডলের জামিন হওয়ায় ফিস্ট করে গ্রামবাসীদের খাওয়ানো হলো বীরভূমের নানুরের অঞ্চলের আটকুলা। অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল কেরিম খান দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে থাকার পর সুকন্যা মন্ডলের জামিন পাওয়ার আনন্দে আতকুলা গ্রামের সমস্ত বাসিন্দাদের রাত্রে খাওয়ানো হয়। খাবারে ছিল , ভাত, মাংস, আলুপোষ, চাটনি।