বনগাঁ : মুখ্যমন্ত্রীকে কখনো ‘বেবোধ’ কখনও ‘চেটো’ বলে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের।ডিভিসি জল ছাড়া নিয়ে কেন্দ্রের উপর দায় চাপিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন তার পাল্টা উত্তরে কেন্দ্রীয় প্রমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, বেবোধ মুখ্যমন্ত্রী হলে যা হয় আর কি, বাঁধে যদি জলের চাপ পড়ে বাঁদ ভেঙে গেল তো মুখ্যমন্ত্রীর বাড়িও ভেসে যাবে।
পাশাপাশি এদিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন স্থল থেকে প্লাস্টিকের ত্রিপল এবং ফ্যান সরিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন,মুখ্যমন্ত্রীর যে চটি-চাটাগুলো আছে তাদের কাজই এটা, ডেকে নিয়ে গিয়ে এদের আন্দোলনটাকে ভঙ্গ করা এরাও টোপে পড়ে গেল।ওকে আমরা চিনি ভালো করে।চেটো চেনো চেটো লাগলে পরে ছাড়ায় না উনি হচ্ছেন সেই চেটো এমনটাই কটাক্ষ মুখ্যমন্ত্রী কে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের।