Sunday, December 22, 2024
Homeত্রিপুরাঅসহায় সাংবাদিককে সাহায্যের হাত বাঁড়িয়ে দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল ইনচার্জ তথা...

অসহায় সাংবাদিককে সাহায্যের হাত বাঁড়িয়ে দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল ইনচার্জ তথা বিশিষ্ট

ত্রিপুরা,বিক্রম কর্মকার:-অসহায় সাংবাদিককে সাহায্যের হাত বাঁড়িয়ে দিলেন  ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল ইনচার্জ তথা বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সী!বিধাতার কি নির্মম পরিহাস কয়েক বছর আগে কলকাতায় একটি যান দুর্ঘটনায় স্ত্রীকে হারান দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনীয়ার সাংবাদিক প্রতাপ দেববর্মা।তার মা বিগত অনেক বছর যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত। স্ত্রী’কে হারিয়ে নিজের একমাত্র মেয়েকে মা,বাবার ভালোবাসা দিয়ে ধীরে ধীরে বড় করে তুলছেন অসহায় সাংবাদিক প্রতাপ দেববর্মা।
বর্তমানে তার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে। এরই মধ্যে ত্রিপুরায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রতাপ দেববর্মার ঘরটুকু ভেঙ্গে পড়েছে। এমতাবস্থায় ছোট্ট মেয়ে এবং অসুস্থ মা’কে নিয়ে অনেক কষ্ট দিনযাপন করছেন অসহায় সাংবাদিক প্রতাপ দেববর্মা। এই হৃদয় বিদারক ঘটনার খবর পাওয়া মাত্রই ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল ইনচার্জ তথা বিশিষ্ট আইনজীবী দেববাস বক্সী অসহায় সাংবাদিকের পাশে দাঁড়ান,
এবং তার হাতে ১০ হাজার টাকার অর্থরাশি তুলে দিলেন। শুধু তাই নয়, অসহায় সাংবাদিকের ছোট্ট মেয়ের পড়াশোনার যাবতীয় খরচ বহন করেছেন বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সী। এবং তার অসুস্থ মায়ের চিকিৎসার যাবতীয় খরচ বহন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আইনজীবী দেবদাস বক্সীর এই উদার মানবিকতার জন্য উনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অসহায় সাংবাদিক প্রতাপ দেববর্মা সহ ত্রিপুরার সকল সাংবাদিকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments