ত্রিপুরা,বিক্রম কর্মকার:-আগরতলায় রোড সেফটি ইভেন্টের উদ্বোধন এবং সাংবাদিকদের মধ্যে হেলমেট বিতরণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা! আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে রোড সেফটি ইভেন্টের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
সড়ক সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে ত্রিপুরার পরিবহন দপ্তর। এই অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে ১৬ টি নতুন গাড়ির সূচনা হয় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে সড়ক সুরক্ষার বার্তা ছড়ানোর জন্য। এছাড়াও এই কর্মসূচিতে সাংবাদিকদের মধ্যে হেলমেট বিতরণ,
মহিলাদের জন্য ড্রাইভিং ট্রেনিং প্রোগ্রামের সূচনা এবং রোড সেফটি সম্পর্কিত দুটি পুস্তিকার আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা।