Monday, December 16, 2024
Homeজেলার খবরটোটোর দৌরাত্ম্য। বালুরঘাটে টোটোর ধাক্কায় অধ্যাপক আহত হওয়ার পরেই প্রতিবাদের ঝড়।...

টোটোর দৌরাত্ম্য। বালুরঘাটে টোটোর ধাক্কায় অধ্যাপক আহত হওয়ার পরেই প্রতিবাদের ঝড়। তোলপাড় সোশ্যালমিডিয়া

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : টোটোর দৌরাত্ম্য।  বালুরঘাটে টোটোর ধাক্কায় অধ্যাপক আহত হওয়ার পরেই প্রতিবাদের ঝড়। তোলপাড় সোশ্যাল মিডিয়া। টোটোর বাড়বাড়ন্ত নিয়ে কাঠগড়ায় পরিবহণ দপ্তর ও স্থানীয় পুরসভা। সরকারি ও বেসরকারি হিসেব অনুযায়ী  বালুরঘাট শহরে চলাচল করে অন্তত  ৮ হাজার টোটো। এশহরে এপর্যন্ত মাত্র আড়াই হাজারের মত  ইরিক্সা বা টোটো তাদের  রেজিস্ট্রেশন করিয়েছে। বাকিগুলো রেজিস্ট্রেশন বিহীন বা বেআইনি।
দিন দিন বেড়ে চলা এই বেআইনি টোটোর দাপটে অতিষ্ট মানুষ। নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা। কিন্ত বেআইনি এই টোটো দূর্ঘটনার কবলে পরলেও ইন্সুইরেন্স বা কোনোরুপ ক্ষতিপূরণ পেতনা কেউই। এই পরিস্থিতিতে বারবার পরিবহণ দফতরের ওপর চাপ তৈরি হচ্ছিল বেআইনি টোটো নিয়ন্ত্রণের জন্য। শেষ পর্যন্ত জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর বেআইনি টোটো চলাচল বন্ধের অভিযান শুরু করেছিল। বালুরঘাট শহরে
 ধড়-পাকড় চলছিল পুরসভা কর্তৃপক্ষকে নিয়ে। কিন্ত এই অভিযানগুলি বন্ধ রয়েছে বিগত এক বছর যাবৎ। এদিকে পরিবহণ দপ্তর ও পুর কর্তৃপক্ষ শিথিল হতেই ফের টোটো দৌরাত্ম বালুরঘাট শহরে। এরমধ্যে  এবার টোটোর ধাক্কায় গুরুতর আহত বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গত রবিবার প্রাত:ভ্রমণে বেরিয়ে তিনি দূর্ঘটনার শিকার হন। তাকে প্রথমে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মালদা এবং সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার ইস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি করা হয়েছে। সেখানে ৫ ঘন্টা ধরে তাঁর মাথার অপারেশন হয়েছে। মাথার ভেতরে যে কয়টি স্থানে রক্তজমাট রয়েছে তার সবক’টি পরিষ্কার করা হয়নি। মাথার ক্ষতস্থানের খুলিটি আপাতত তার পেটের ভেতর সংরক্ষন করে রাখা হয়েছে।  চিকিৎসায় কতটা সারা দেন, সেই মতো পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। এদিকে বিষয়টি সামনে আসতেই শোরগোল পরে যায় বালুরঘাটে।  তোলপাড় সোশ্যাল মিডিয়া। টোটো দৌরাত্ম্যের বিরুদ্ধে গণ আন্দোলনের রব উঠেছে।
        বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে যে, এনিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে । খুব শীঘ্রই অভিযান ও পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, প্রাক্তন অধ্যক্ষ ছাড়াও টোটো দূর্ঘটনায় আহত নিহত বেশকিছু উদাহরণ রয়েছে। গত ৯ এপ্রিল ৭২ বছর বয়সী অশোক কুমার চক্রবর্তী একইভাবে এক অজ্ঞাত পরিচয় টোটো এর দ্বারা পিছন থেকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। মাথায় ১৪ টি সেলাই পড়েছিল।   দক্ষিন দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় এর প্রাক্তন সভাপতি কল্যাণ কুন্ডু এমনই দুর্ঘটনায় শিকার হয়ে মারা যান। ১২ এপ্রিল টোটোর ধাক্কায় আহত নাবালক শিবম এর মৃত্যু হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments