বর্ধমান: বর্ধমান প্রেসক্লাবের পক্ষ থেকে দীর্ঘ আট বছর পর এই প্রথম নতুন সাধারণ সভার আয়োজন করা হয় এবং একটি নতুন শক্তিশালী কমিটি গঠন করা হয় যাতে আগামী দিন এই সংগঠন আরো সামাজিক মূলক কাজকর্ম করতে পারে, সংগঠনের সভাপতি গনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানান এই অনুষ্ঠানে নতুন করে কমিটি গঠন করা হয় যাতে এই মজবুত কমিটি গঠন আগামী দিন সাংবাদিকদের স্বার্থে এবং গরিব দুস্থদের মানুষের পাশে থেকে নানান সমাজ মূলক কাজকর্ম করতে পারে, এবং সাংবাদিকদের কোনো সমস্যায় পড়লে এই সংগঠন দ্রুত সেই সমস্যার সমাধান করার জন্য এক কদম এগিয়ে থাকবে।,
মঞ্চে উপস্থিত ছিলেন অতিথি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপার তাপস ঘোষ, সহ সংগঠনের সমস্ত পথ আধিকারি গন, আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করার আগে একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয়, আজকের যে এই নতুন কমিটি গঠন হয় সেই কমিটি গঠনে যারা দায়িত্ব আছেন নির্বাচিত হলেন তারা হলেন,এই বর্ধমান প্রেসক্লাবের সংগঠনের সভাপতি গনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ-সভাপতি শান্তনু পাঁজা,উদিত সিংহ ,বিশ্বজিৎ ঘোষ, তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, বর্ধমান প্রেসক্লাব এর সম্পাদক মুকুলেশ্বর রহমান, সহ-সম্পাদক অসিত রাহুত, সন্তোষ দাস ও উদয় ঘোষ, পাশাপাশি বর্ধমান প্রেসক্লাবের কালচারাল সম্পাদক হলেন পিন্টু প্যাটেল,
কোষাধ্যক্ষ হয়েছেন সুমন্ত সোম, কানাইলাল বিশ্বাস, মোহাম্মদ আসিফ, কোর কমিটির সদস্য হলেন, শান্তি হাজরা আইনজীবী, রাজিব মন্ডল, পুলক যশ, রিসি গোপাল মন্ডল, কেরামত আলী, এবং কে কে মল্লিক, উজ্জ্বল পাল এই কুড়িজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার হলেন মোট কুড়িজন। আগামী দিন এই সংগঠন আরো বড় করে কাজ করবে এবং নতুন সদস্যপদ গ্রহণ করবে এমনই মতামত হল আজকের এই সাধারণ সভা মঞ্চ থেকে, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী অক্টোবর মাসে ৬ তারিখে অর্থাৎ রবিবার বস্ত্র বিতরণ করা হবে, গরিব দুস্থ মানুষদের বর্ধমান প্রেসক্লাবের পক্ষ থেকে। সারা বছর আরো কি কি কর্মসূচি হবে তা নিয়েও বিস্তারিত আলাপ আলোচনা করা হলো,