বর্ধমান: ৩০তম বর্ষে পা রাখল এই অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজো। এর আগে এই ধরনের চিত্র ধরা পড়েনি সংবাদমাধ্যমে। বড়শুল এর এই অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজোর অভিনব চিন্তাভাবনা ও মহিলাদের হাতের তুলির টানে সুন্দর কারুকার্যে এবছরের দুর্গাপুজো মন্ডপ দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী বলে জানান উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান এবছর অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজো 30 বছর বর্ষে পদার্পণ করল এবং আনুমানিক পুজোর বাজেট ১২ লক্ষ টাকা। শিল্পী রয়েছেন বর্ধমানের রঙ্গাজীব রায়। এ বছরে তাদের থিমের নাম রাখা হয়েছে মূর্তি অর্থাৎ “স্ট্যাচু” লাইভ স্ট্যাচু অফ চিল্ড্রেন। তারা জানান গত বছরে তাদের এই পুজো বিশ্ববাংলা পুরস্কারের পুরস্কৃত হয় তাই এ বছরও তারা আশাবাদী এই পুজো মন্ডপ সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। এবছর প্রায় ৬ থেকে ১০ জন মহিলা মিলে মন্ডপ সজ্জার কাজ করছেন। অন্যদিকে নবদ্বীপ থেকে আগত এক মহিলা শিল্পী জানান তারা প্রফেসর রঙ্গাজিব রায়ের আর্ট কলেজের ছাত্রী তাদের শিল্পী শিক্ষকের কাছ থেকে এই কাজ শেখা এবং তারপর থেকেই এই মন্ডপ সজ্জার কাজে তারা হাত লাগান।
তারা ভীষণ আনন্দ সহকারে মা দুর্গার মন্ডপ সজ্জায় কাজ করেন তাদের মধ্যে অনেকেই জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এ বছরে তাদের থিম লাইভ স্ট্যাচু অফ চিলড্রেন রাখা হয়েছে অর্থাৎ ভাবনা হচ্ছে বর্তমান যুগে দাঁড়িয়ে শিশু সমাজ যেভাবে ডিজিটাল বা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সে ক্ষেত্রে পুরাতন যুগের বাচ্চাদের খেলাধুলা,পড়াশোনা, মাঠে যাওয়া, পাঠশালায় যাওয়া সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের গতিতে হয়তো ১০০ বছর পরে পুরাতন যুগের সেই সব কিছুই স্মৃতি হয়ে যাবে বর্তমান যুগে দাড়িয়ে তখন শিশু মনে সেই স্মৃতিগুলোই স্ট্যাচু আকারে পরিণত হবে। তাই বর্তমান যুগে শিশু সমাজকে জাগ্রত করতে এই ধরনের থিম ভাবনা রেখেছেন শিল্পী রঙ্গাজিবরায়। মণ্ডপ সজ্জায় খড়, মাটি, বালি,চটের বস্তা চায়ের ভার বইয়ের পৃষ্ঠা সংগৃহীত কিছু জিনিস দিয়ে পুরো মন্ডপ টাই তৈরি করা হচ্ছে।
দিন রাত এক করে কাজ করছেন তারা। আশেপাশের পাড়া-প্রতিবেশী যারা রয়েছেন তারাও মনে করছেন মেয়েদের এইভাবে এগিয়ে আসা নিজেদের দক্ষতার সাথে সেটা প্রশংসনীয় একদিকে পড়াশোনার ফাঁকে মণ্ডপ সজ্জার কাজ করছেন তারা। এক্ষেত্রে মহিলারা স্বনির্ভর হতে পারবেন তাদের এই কাজের মধ্যে দিয়ে। সাধারণত দেখা যায় প্যান্ডেল তৈরিতে পুরুষ শ্রমিকরাই করেন। কিন্তু প্যান্ডেলকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে যে সুদক্ষ কাজ দর্শকরা এবছর দেখতে পাবেন অন্নদাপল্লী সার্বজনীন দুর্গাপুজোয় তার পেছনে এই সমস্ত মহিলা শিল্পীদের হাতের কাজ থাকবে।