Tuesday, December 17, 2024
Homeরাজ্যের খবর টিন ভেঙে দোকানে লোকাধিক টাকার আসবাবপত্র চুরির ঘটনায় চাঞ্চল্য

 টিন ভেঙে দোকানে লোকাধিক টাকার আসবাবপত্র চুরির ঘটনায় চাঞ্চল্য

নদিয়া : নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় ইলেকট্রনিক্সের দোকানে  টিনের চাল ভেঙে ঘরে ঢুকে চুরির ঘটনাই চাঞ্চল্য। মাজদিয়া বাজারের ভেতরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে শ্যামল বিশ্বাসের ইলেকট্রনিক্সের দোকান রয়েছে । শ্যামল বাবু সেইভাবে চোখে দেখতে পান না।
সংসার চালানোর জন্য কর্মচারী রেখে কোনোভাবে জীবন জীবিকা নির্বাহ করেন । গতকাল গভীর রাত্রে তিন ভাগে দোকান ঘরে ঢুকে ব্যাটারি চার্জার সহ লক্ষাদিক টাকার ইলেকট্রনিক্সের আসবাব পত্র চুরি হয়েছে বলে শ্যামল বাবু অভিযোগ করেছেন । মাজদিয়া বাজার একটা গুরুত্বপূর্ণ বাজার। স্বভাবতই মাজদিয়া বাজারে পাহারার লোক রয়েছে, পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে চুরি প্রশ্ন ব্যবসায়ীদের । কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হয়েছে সোমবার চুরির তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments