দুর্গাপুর : কাঁকসার রাজবাঁধের ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড বেহাল। প্রতিবাদে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে তৃণমূলের নেতৃত্বে এলাকাবাসীরা। উত্তেজনা রাজবাঁধে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ। এই অবরোধের জেরে আটকে যায় ছোট,বড় বহু বাড়ি। এলাকার তৃণমূল নেতা রাজেশ কোনোর বলেন,”আমরা একাধিকবার সার্ভিস রোড সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।
কিন্তু তারা কোন কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে অবরোধে নেমেছি। দ্রুত এই রাস্তা সংস্কার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকাদার সৈকত কর বলেন,”আমরা দ্রুত সার্বিস রোডের জমা জল বের করার ব্যবস্থা করছি। দ্রুত বেহাল সার্ভিস রোড মেরামত করা হবে।” প্রায় আধঘন্টা ধরে অবরোধ চলার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষের অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।