শিলিগুড়ি: ফের শিলিগুড়ির তিনবাত্তির বাসস্ট্যান্ড পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বুধবার অর্থাৎ আজ সকালে তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকদের নিয়েই যান। সঙ্গে পুলিশকর্তারাও ছিলেন। এদিন তিনি আবারও গোটা স্ট্যান্ডের কাজ পরিদর্শন করার পাশাপাশি বিল্ডিংও ঘুরে দেখেন। পুজোর পরেই যাতে বাসস্ট্যান্ডটি চালু করা যায় তার জন্য দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মেয়র গৌতম দেব।
শহরের যানজট নিরসনে শিলিগুড়ির কোর্টমোড় থেকে লোকাল বাসস্ট্যান্ড সরিয়ে তিনবাত্তিতে নিয়ে যেতে চান মেয়র গৌতম দেব। কিন্তু শহরের বাইরে কেউ যেতে রাজি নয়। তাতেই সমস্যা বাড়ে। তবুও স্ট্যান্ডটি চালু করে সেখান থেকে এনবিএসটিসির বাস চালানো হবে। পুজোর পরেই এটা চালু করা হবে বলে জোরকদমে কাজ চলছে। সেখানে স্ট্যান্ডের পাশাপাশি যাত্রীদের বসার জন্য শেড বানানো হচ্ছে। এছাড়া ৩টি ওয়েটিং রুম করা হবে।
পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। ১৫টি বাস দাঁড়ানোর জায়গা করা হয়েছে। মেয়র গৌতম দেব বলেন, “আপাতত সরকারি বাস দিয়েই এটা চালু করা হবে। পরবর্তীতে দুরপাল্লার বেসরকারি বাসও এখান থেকে ছাড়া হবে। আমরা চাই শহরের যানজট কমানো। তাই দ্রুত এই বাসস্ট্যান্ড চালু করা হবে।