গঙ্গারামপুর: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করলো শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার এমন খবরে আনন্দে মাতলো গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের খজাপুর এলাকার তৃণমূল কর্মীরা।
প্রসঙ্গত এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের খজাপুর এলাকায় প্রতিষ্ঠিত হয় খজাপুর বুড়ি কালীমাতা SKUS সমবায় সমিতি। ২০১৮ সালে সমবায় সমিতিটি প্রতিষ্ঠিত হলেও করোনা আবহের কারণে এতদিন নির্বাচন হয়নি। অবশেষে সরকারি নিয়ম মেনে নির্বাচনের আয়োজন করে কর্তৃপক্ষ।
বুধবার ছিল নমিনেশন দাখিলের শেষ দিন। এদিন শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়টি আসনে নমিনেশন দাখিল করলেও বিরোধী দল গুলির পক্ষ থেকে কোন নমিনেশন দাখিল করা হয়নি। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। জয় লাভের পরেই আবির খেলে আনন্দে মাতে তৃণমূল কর্মীরা।