শিলিগুড়ি : আজ দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদির জন্মদিন। দেশজুড়েই কোনো না কোনো ভাবে পালন করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন।
ঠিক তেমনি প্রত্যেক বছরের ন্যায় এবারও শহর শিলিগুড়িতে রক্তদান শিবিরের মধ্য দিয়ে পালন করা হলো দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন। এদিন শিলিগুড়ির শিল্পাঞ্চল ভবনে ভারতীয় জনতা যুব মোর্চা এবং বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলার তরফে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফটোতে খাদা পড়িয়ে, কেক কেটে তার জন্মদিন পালন করা হয় এবং পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই বিশেষ দিনটিকে উদযাপন করা হয়।
এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুন মন্ডল, পৌরনিগমের বিরোধী কাউন্সিলর অমিত জৈন সহ বিজেপি কাউন্সিলর ও অন্যান্য কর্মী সমর্থকরা।প্রত্যেকেই এদিন এই উদযাপনের মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান