কোচবিহার : কোচবিহার শহর লাগোয়া পিলখানা এলাকায় জড়ো হয়েছিল ৬ যুবক। তাদের সাথে ছিল আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ধারালো অস্ত্র। গভীর রাতে তারা ছক কষছিল ডাকাতির। কিন্তু সেই ছক বানচাল করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
সেসময় ছয় যুবককে পাকড়াও করে পুলিশ। তাদের প্রত্যেকেরই বাড়ি শহর সংলগ্ন টাকাগাছের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতি ও আগ্নেয়াস্ত্র মজুদের মামলা রুজু করে ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছিল। আদালত তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সমগ্র বিষয়টি বিশদে খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।