Monday, December 23, 2024
Homeরাজ্যের খবরআর জি কর কান্ডের দোষীদের সমর্থন করে প্রতিবাদী মহিলাকে মারধর পোস্টার ছিড়ে...

আর জি কর কান্ডের দোষীদের সমর্থন করে প্রতিবাদী মহিলাকে মারধর পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের

পূর্ব মেদিণীপুর :  আর জি কর কান্ডের দোষীদের সমর্থন করে প্রতিবাদী মহিলাকে মারধর পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের। এমন অভিযোগে শুভেন্দুরগড় কাঁথিতে নতুন করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সামাল দিতে পুলিশকে হিমসিম খেতে হয়।
শুভেন্দুর গড় কাঁথিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এক মহিলা পোস্টার হাতে একাই কাঁথির পোস্ট অফিস মোড়ে বসে ছিলেন। এরপর পাশেরই এক চশমার দোকানদার মাহেফুজ আলম হঠাৎ করে ওই প্রতিবাদী মহিলার পোস্টার টেনে ছিড়ে দেয় এবং ব্যাপক মারধর করে। মাহফুজের সাথে ছিল আরো এক দুষ্কৃতী। এমন গুরুতর অভিযোগ তুলে ওই মহিলা রাস্তায় বসে পথ অবরোধ শুরু করে দেয়। এবং বলতে থাকেন আরজিকর কান্ডের দোষীদের কে আড়াল করার জন্য এই ব্যক্তি তাকে মারধর করেছে পোস্টার ছিঁড়ে দিয়েছে। এরপর দ্রুত উত্তেজনা ছড়ায় কাঁথিতে।
বহু প্রতিবাদীরা একজোট হয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চালায়। ঘটনাস্থলে কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু উত্তেজনা চরম আকার নেয়। পুলিশকে রীতিমতো সামাল দিতে হিমশিম খেতে হয়। অবিলম্বে প্রতিবাদী মহিলার ওপর আক্রমণকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এমন দাবি জানায় বিক্ষোভকারীরা। পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি চালায়। বেগতিক বুঝে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছে।
দোষী ঐ ব্যক্তিকে না পেয়ে তার বাবাকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন শুভেন্দু অধিকারীর সেজ ভাই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনিও পরিস্থিতির ব্যাপারে প্রতিবাদ মুখর হয়ে পড়েন। দিব্যেন্দুর মধ্যস্থতায় পুলিশ ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে সাময়িক মহিলার ধরনা অবরোধ ও বিক্ষোভকারীদের বিক্ষোভ তুলে নেওয়া হয়। যথা সময়ে গ্রেফতার না হলে ফের কাঁথিতে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। নতুন করে উত্তেজনা কাঁথিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments