বালুরঘাট :- আরজিকরের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার একমাস পূর্ণ হলো। দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়েই চলছে প্রতিবাদ, চাইছে বিচার। আজ কলকাতায় যেমন বামেদের লালবাজার অভিযান চলছে পাশাপাশি সারা রাজ্যজুড়েই প্রতিটি জেলাতেই পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করছে বামেরা।
এ দিন দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে প্রতিবাদ মিছিল করে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে আসে বামফ্রন্ট সমর্থকেরা। এরপর সেখানেই বিক্ষোভ সমাবেশ করে বামফ্রন্ট নেতৃত্ব। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেড দিয়ে রাখা হয় পুলিশ সুপারের দপ্তরের সামনের অংশ।