বিষ্ণুপুর : দিনভর বৃষ্টির জেরে রাতের ঘুম ছুটছে ডেকোরেটার্স মালিকদের দিন রাত্রি এক করে চলছে শেষমুহূর্তের কাজ দিনভর বৃষ্টির জেরে পূজার আগে আতঙ্কের সৃষ্টি হয়েছে প্যান্ডেল ব্যাবসায়ীদের মনে, কেননা আর মাত্র কয়েকদিন বাকি বাঙালির সব থেকে বড় পুজো দুর্গাপূজো।
তাঁর আগেই এই অকাল বৃষ্টি বিপাকে ফেলেছেন ডেকোরেটার্স মালিক ও প্যান্ডেল মিস্ত্রি দিকে। বাঙালীদের ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুজো হলো দুর্গাপূজো। এই দুর্গা পূজোর জন্য আপামোর বাঙালি অপেক্ষা করে থাকেন কবে আসবে মহালয়া থেকে পূজার কয়েকটা দিন । কিন্তুু তাঁর আগে কীভাবে প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করবেন ভেবে পাচ্ছেন না প্যান্ডেল মিস্ত্রি থেকে মালিকেরা । বৃষ্টির মধ্যেই ভিজে রাত দিন একনাগাড়ে কাজ করতে হচ্ছে তাঁদের।