উত্তর দিনাজপুর: ছাত্র-ছাত্রীদের স্কুলমূখী করে তোলার প্রচেষ্টায় শ্রেণীকক্ষ সাজিয়ে তোলা হয়েছে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের আদলে। অভিনব এই উদ্দ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অবৈতনিক প্রাইমারি স্কুল। রংতুলির আঁচড়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ গুলি ট্রেনের কামরার আদল পেতেই ভীষণ খুশি ছাত্র-ছাত্রীদের মতোই এলাকার অভিভাবক মন্ডলী। প্রধান শিক্ষক প্রদীপকুমার পালের দাবি, ট্রেনের কামরার আদলে শ্রেণীকক্ষ সাজিয়ে তোলার পর আগের তুলনায় বেশি স্কুলে আসছে ছাত্র-ছাত্রীরা।
শিশুদের স্কুলমূখী করতে নানা উদ্দ্যোগ গ্রহণ করা হচ্ছে। সেই উদ্দ্যোগকে সামনে রেখে রাধিকাপুর-কলকাতা ট্রেনের আদলে স্কুলের শ্রেণীকক্ষ সাজানোর এই ভাবনা। স্কুলের প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়ায় স্বাভাবিক ভাবেই খুশি অভিভাবকরা। প্রতিমা দেবশর্মা নামের এক অভিভাবিকা বলেন, আমার সন্তান এই স্কুলেই পড়াশোনা করে। স্কুলের শ্রেণীকক্ষ ট্রেনের আদলে সাজানোর পর বাচ্চাদের মতো আমাদেরও ভালো লাগছে। ভান্ডার প্রাইমারি স্কুলে ১২২ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করে এবং ৫ জন শিক্ষক রয়েছে।বিদ্যালয়ের ছাত্রীরা ট্রেন দেখলেও তাদের স্কুলকে ট্রেনের রুপ দেওয়ায় খুশি স্কুলের পড়ুয়ারাও।