ত্রিপুরা,বিক্রম কর্মকার:-ত্রিপুরার সকল পুজো উদ্যোক্তাদের দুর্গাপুজোর চাঁদা নিয়ে সতর্ক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা! বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হলে মায়ের গমন ও শারদ সম্মান নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, প্রসাশনিক আধিকারিকগন সহ বিভিন্ন ক্লাবের সদস্য-সদস্যাগন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চলতি বছর শারদীয়া দুর্গাপুজোর কার্নিভ্যালের নতুন দিশা দেখালেন। কার্নিভ্যালে আগরতলা রাজবাড়ী তথা উজ্জয়ন্ত প্রাসাদের সামনের রাস্তা সহ উজ্জয়ন্ত মার্কেটের প্রশস্ত রাস্তা ব্যবহার করার প্রস্তাব রাখলেন তিনি । প্রশাসনের আধিকারীকদের এই প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় সম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ত্রিপুরার সকল পুজো উদ্যোক্তাদের দুর্গাপুজোর চাঁদা নিয়ে সতর্ক করলেন তিনি।