বীরভূম: বন্যা পরিদর্শনে লাভপুরে স্পিড বোট জলে উল্টে গেল। বোটের মধ্যে ছিল জেলাশাসক, ২ তৃণমূল সাংসদ, লাভপুর তৃণমূল বিধায়ক, কীর্ণাহার থানার ওসি সহ অনেকে।
লাভপুরের ঠিবা অঞ্চলের সমগ্র এলাকার বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে গিয়ে স্পিড বোডে করে সমগ্র ক্ষতিগ্রস্ত এলাকা সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন জেলা শাসক, বিধায়ক, রাজ্য সভার সাংসদ, বোলপুরের সাংসদ সহ অন্যান্যরা। সেই স্পিড বোড টি বেশ কিছুক্ষণ যাওয়ার পর সন্ধ্যায় নামতেই হঠাৎ স্থানীয় দের থেকে খবর ওটা আছে। যে বোডে করে তার এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন সেই বোড টি উল্টে যায় এবং যারা ছিলেন বডে তারা সবাই ডুবে যায়, তারপরে স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়।
একেবারেই মরণ হাত থেকে বাঁচলেন প্রশাসনের এক ঝাঁক আধিকারিক। ওই বোর্ডে ছিলেন মোট ১৩ জন। গোটা ১৩ জন থাকলেও তাদের গায়ে ছিল না লাইফ জ্যাকেট এই নিয়ে উঠছে প্রশ্ন???