সোমনাথ ঘোষ,চন্দননগর : কখনো নাগরিক মঞ্চ কখনো ছাত্র সমাজ,আর জি করের ঘটনায় প্রতিবাদ জানাতে অরাজনৈতিক নাম দিয়ে পথে নেমে প্রতিবাদ সংগঠিত করতে দেখা গেছে।রাত দখল,রাস্তা দখল,ছবি গান কবিতায় প্রতিবাদ চলছে।এবার হুগলি জেলায় ছাত্রদের একটি সংগঠন তৈরী হল,যার নাম ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম।
আর জি কর নিয়ে আন্দোলন এক মাস অতিক্রান্ত এখনো আন্দোলন চলছে।জুনিয়ার চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে টানা ধর্নায় বসেছেন।দাবী পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।নবান্ন থেকে আলোচনার প্রস্তাবে পাল্টা দাবী জানিয়েছে জুনিয়ার চিকিৎসকরা।পরিস্থিতি যা আর জি কর নিয়ে আন্দোলন এখনই থামার লক্ষন নেই।
আর এই আবহে নতুন ছাত্র সংগঠন তৈরী হল নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনে নামতে।নাম দেওয়া হয়েছে ইউনাটেড স্টুডেন্ট ফোরাম।আজ চন্দননগর বড় বাজারে সাংবাদিক বৈঠক করে সংগঠনের আত্ম প্রকাশের কথা ঘোষনা করা হয়।তাদের প্রথম কর্মসূচি চন্দননগর থেকেই শুরু হচ্ছে।আগামী ১৬ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় চন্দননগর স্টেশন থেকে স্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে।
সেই প্রতিবাদ মিছিলে ছাত্র শিক্ষক থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের উপস্থিতি থাকবে বলে জানানো হয়।আর জি করে চিকিৎসকের বিচার ধর্ষকের শাস্তির পাশাপাশি গোটা দেশে ঘটে চলা নারীদের উপর অত্যাচারের প্রতিবাদ জানানো হবে।সংগঠনের পক্ষে মিছিলের পোস্টার প্রকাশ করা হয়।