শিলিগুড়ি: বাংলা ক্যালেন্ডারে এখন ভাদ্র মাস। বলা হয় জৈষ্ঠের গরমে নাকি আম-কাঁঠাল পাকে। যদিও অবাক কান্ড শিলিগুড়িতে! কারণ শিলিগুড়িতে জৈষ্ঠের পাশাপাশি এবার ভাদ্র মাসেও তাপপ্রবাহের তীব্র ঝাপটা এখনো লাগছে।তবে এতদিন উত্তরবঙ্গে তথা শহর শিলিগুড়িতে সেভাবে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্য উচ্চতায় না পৌঁছালেও গত কয়েকদিনে তীব্র দাবদাহে পুড়ছে গোটা উত্তর তথা শহর শিলিগুড়ি।প্রবল গরমে হাসফাঁস করছে শিলিগুড়ি সহ উত্তরের প্রায় প্রতিটি জেলা।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যে তাপমাত্রার নিরিখে রেকর্ড গড়ছে শিলিগুড়ি।গোটা রাজ্যের মধ্যে রেকর্ড তাপমাত্রা রয়েছে শিলিগুড়ির। গত কয়েকদিন ধরেই শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৪০.৩ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই।যা শিলিগুড়িতে অতীতে কখোনই হয়নি।
এদিকে আজও আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শিলিগুড়িতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই ঘোরাফেরা করছে।চড়া রোদে খাঁখাঁ করছে শহর। খুব জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে চাইছেন না। রাস্তাঘাটে বের হলেও ছাতা মাথায় দিয়েই বের হচ্ছে মানুষ। এমন পরিস্থিতিতে অনেকেই অসুস্থও হয়ে পড়ছেন।
চিকিৎসকেরা বেশি করে পানীয় জল এবং ওআরএস খাওয়ার পরামর্শ দিচ্ছেন সকলকে। এদিকে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব । এবং দুর্গোপুজোতেও কি এমনই তীব্র দাবদাহ বহাল থাকতে চলেছে শহর শিলিগুড়ি তথা গোটা উত্তরে? যদি এমনই তীব্র দাবদাহ বহাল থাকে তাহলে দুর্গাপুজোয় ঘোরাফেরার আনন্দে কতটা ভাটা পড়তে পারে এবারে? এই প্রশ্নই এখন ঘোরপাক খাচ্ছে অনেকের মনে।