কোচবিহার: দিনহাটায় বিজেপির ছাত্র সংগঠন ছেড়ে তৃণমূলে যোগদান করল বেশ কয়েকজন। দিনহাটা ২ নম্বর ব্লকের কিশামত দশগ্রাম অঞ্চলের বেশ কয়েকজন ছাত্রনেতা ছাড়াও সাধারণ যুবক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল। উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, আমির আলম সহ অনেকেই।
সোমবার সকালে দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবু পাড়ার বাড়ির অফিসে যোগদান কারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এদিন সেখানে উপস্থিত যোগদান কারীরা সকলেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত। বিজেপি ছেড়ে এদিন তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। আগামী দিনে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের দলীয় কাজে লাগানো হবে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ফলে ওই এলাকায় তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি হলো বলে দাবি করেছেন নেতৃত্ব।