নদীয়া: থ্রেট কালচারের বিরুদ্ধে এবার সরব কল্যানী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের মেডিক্যাল পড়ুয়ারা। জেএনএম মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের। প্রিন্সিপালকে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পড়ুয়াদের একাংশের। অভিযোগের ভিত্তিতে জরুরি বৈঠকের পর 40 জন পড়ুয়াকে চিহ্নিত করে বহিষ্কার করলো এন্টি রেগিং কমিটি। এদের বিরুদ্ধে থ্রেট কালচার্টের নানান রকম অভিযোগ ছিল। উল্লেখ ্য আরজি কর কান্ডের পর গোটা দেশ প্রতিবাদে নেমেছে। জুনিয়র ডাক্তাররা এখনো তাদের প্রতিবাদে অনড়। আজ অবস্থান-বিক্ষোভ তুলে নিলেও বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের।
তাদের মূল দাবি হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলে আসার থ্রেট কালচার বন্ধ করতে হবে। এর আগেও বিভিন্ন সরকারি হাসপাতালে এই থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল। দূর দূরান্ত থেকে ডাক্তারি পড়তে আসা পড়ুয়ারা কখনো ভয়ে এই বিষয়গুলি গোপন করে রাখত। কিন্তু এবার সকলে মিলিতভাবে থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদে নামতে শুরু করেছে।
গতকাল নদীয়ার কল্যাণী যে এন এম হাসপাতালে থ্রেট কালচারে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অন্যান্য ডাক্তারি পড়ুয়ারা। পাশাপাশি একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় কর্তৃপক্ষের কাছে। অভিযোগ পেয়ে গতকাল াসপাতাল এন্টি র্যাকিং কমিটির একটি বৈঠক ডাকা হয় তড়িঘড়ি। বৈঠকের ভিত্তিতে আজ ৪০ জন থ্রেট কালচারে অভিযুক্ত পড়ুয়ারদের বহিষ্কৃত করা হয়।