Tuesday, December 17, 2024
Homeজেলার খবরবাড়ছে জলস্তর! পূর্ব বর্ধমান ও নদীয়ার সংযোগকারী ফেরিঘাট বন্ধ করলো পূর্ব বর্ধমান...

বাড়ছে জলস্তর! পূর্ব বর্ধমান ও নদীয়ার সংযোগকারী ফেরিঘাট বন্ধ করলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

নদিয়া : হুহু করে বেড়েই চলেছে ভাগিরতি নদীর জল, এবার গোটা একটি গ্রাম প্রায় জলমগ্ন পরিস্থিতি। আতঙ্কে রয়েছে বসবাসকারীরা। চলছে অন্যত্র যাওয়ার জন্য প্রস্তুতি। জলের তলায় চলে গেছে বিঘা বিঘা চাষের জমি। কি করবেন কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না তারা। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, আর তার জেরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়ার বেশ কিছু বিক্তীর্ণ এলাকা প্রায় জলমগ্ন হতে চলেছে।
গতকাল রাত্রি থেকে হু হু করে বেড়েছে নদীয়ার শান্তিপুরের ভাগীরথী নদীর জল, নদীর তীরবর্তী চর জি জি রা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে যায়। অনেক কেই ইতিমধ্যে ভিটেমাটি ছাড়তে হয়েছে। স্থানীয়দের দাবি, যেভাবে নদীর জল বাড়ছে তাতে করে বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়া ছাড়া কোন উপায় নেই। গবাদি পশু থেকে শুরু করে বাড়ির পরিবারের সদস্যদের নিয়ে এবার সরকারি জায়গায় আশ্রয় নিতে হবে। তারা এও জানাচ্ছেন, জল বেড়ে যাওয়ার যা গতিবেদ তাতে করে বন্যা হওয়ার সম্ভাবনা প্রবল।
যদিও ২০০০ সালের বন্যা তাদের মনে করিয়ে দিচ্ছে সেই আতঙ্কের অভিজ্ঞতার কথা। এর মাঝখানে বছরগুলিতে বন্যার কবলে পরেননি তারা, কিন্তু নতুন করে যদি আবার বন্যার পরিস্থিতি হয় তাহলে শুধু একটি দুটি গ্রাম নয় ভাগীরথী নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে যেতে পারে। যদিও প্রশাসনও তৎপর রয়েছে, অতিরিক্ত জল বেড়ে যাওয়ায় ভাগীরথীর তীরে বেশ কয়েকটি ফেরিঘাট বন্ধ করে দেয়া হয়েছে ইতিমধ্যে। রয়েছে পুলিশের কড়া নজরদারি। যদিও আগামীকাল কি পরিস্থিতি হতে পারে সেই দিকে তাকিয়ে প্রশাসন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments