সিউড়ি : রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সিউড়ি ১ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য রাজীব চট্টোপাধ্যায়। এ দিন সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা নেন রাজীব। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের কিছু দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব। তার আগে তৃণমূলের প্রতীকে জিতে পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর কর্মপদ্ধতি নিয়ে নানা অভিযোগও তোলে তৃণমূল। এ দিন আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন তিনি। ফিরেই রাজীবের দাবি, দলে থেকে কাজ করতে পারছিলেন না বলেই এই দলবদল। এই দলবদলের পর ১৯ সদস্যের সিউড়ি ১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য সংখ্যা ৩ থেকে কমে ২ হল।।