উত্তর২৪ পরগনা : শ্রমিক মালিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ হয়ে গেল কাকিনাড়া নফর চাঁদ জুট মিলে।জানা গিয়েছে আজ শ্রমিক মালিক অসন্তোষের জেরে মিলের ভেতরেই চরম বিশৃঙ্খলা তৈরি করেন শ্রমিকরা। পুজোর মুখে মিল বন্ধে কর্মহীন হয়ে পড়লেন স্থায়ী-অস্থায়ী মিলে তিন হাজার শ্রমিক। অভিযোগ, শ্রমিকদের বিভিন্ন বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে। পুরানো বিভাগ থেকে নতুন বিভাগে গিয়ে তারা কাজ করতে পারছেন না।
কর্তৃপক্ষকে জানাতে গেলে রিজাইন দিয়ে বাড়ি চলে যেতে বলছে। পাশাপাশি আগামী ২ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি ইস্যুর কারনে শনিবার বেলায় শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারী এক শ্রমিককে গালিগালাজ করার অভিযোগও উঠেছে সাহেবের বিরুদ্ধে। এরপর ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে মিলের ভেতরে অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। উত্তেজনার খবর পেয়ে মিলে আসে ভাটপাড়া থানার পুলিশ।