সোমনাথ ঘোষ,হুগলি :অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষদের আইনি সহায়তা দিতে হুগলি মহসীন ল’কলেজে থেকে ঘড়ির মোড়ে পর্যন্ত মিছিল করে “প্র বোনো ক্লাব”।প্র বোনো ক্লাব হল অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষকে আইনি সহায়তা দেওয়া।আইনি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন স্তরে লালসা-সালসা রয়েছে।জেলা স্তরে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে।
আমরা চেষ্টা করছি সেইসব মানুষের পাশে দাঁড়াতে।যাতে তাঁরা সুবিচার পান।হুগলি মহসিন কলেজে যে ল কলেজ রয়েছে সেটি ঐতিহ্যশালী।কেন্দ্রীয় সরকার দ্বারা নির্বাচিত হয়েছে বোনো ক্লাব করার জন্য।এখানে যারা আইনের ছাত্র তাদের শিক্ষকদের মাধ্যমে তাদের পরামর্শে চেষ্টা করবে যেভাবে পারা যায় সেই সব মানুষের আইনি লড়াইয়ের পথটাকে সুগম করে দেওয়া।যিনি বিচারপ্রার্থী তিনি যেন আদালত পর্যন্ত পৌঁছতে পারেন এবং তার যেন মনে না হয় অর্থনৈতিক দুর্বলতার কারনে তিনি সুবিচার পেতে প্রতিহত হচ্ছেন।সেটাই বড় প্রাপ্তি।