পুরুলিয়া : নিতুরিয়া ব্লকের দুব্বেশ্বরি কোলিয়ার এর গেটে কোলিয়ারি গুলোকে বেসরকারি করণের প্রতিবাদে সমস্ত ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন।
এছাড়াও ছিলেন নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি ভূষণ প্রসাদ যাদব নবনী চক্রবর্তী, তেজ নারায়ণ রাম, সুজিত ভট্টাচার্জি, কিনু চক্রবর্তী , সুশীল দে, জানকি শাও, সহ এবং কলিয়ারির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমাদের সাথে প্রতিবাদ মঞ্চে, সবার স্বর এক, আমরা কোনভাবেই খনি অঞ্চলের দুটি খনি পারবেলিয়া, কোলিয়ারী ও দুর্বেশরী কোলিয়ারি কে কোন ভাবেই বেসরকারি করন হতে দেব না ।