ত্রিপুরা,বিক্রম কর্মকার:-ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা! মঙ্গলবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৪তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা আগরতলা ৯ বনমালিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল আয়োজিত এক রক্তদান শিবিরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং গরিব মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করলেন।
বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, আজ দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর ব্যস্ততার মধ্যেও এই সেবামূলক কার্যক্রমে বিশাল সংখ্যায় অংশগ্রহণের জন্য তিনি সকল বিজেপি কার্যকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। সমৃদ্ধ ও শক্তিশালী ভারত নির্মাণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন প্রতিটি ভারতবাসীর হৃদয়ে অনুরণিত হয়। দেশের সেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বলিষ্ঠ নেতৃত্ব এবং সমর্পন আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের নিকট উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা