Monday, December 23, 2024
Homeরাজ্যের খবরবিভিন্ন ধরনের ক্রীড়া ক্ষেত্রেও প্রশিক্ষণ দিচ্ছেন ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলতলি...

বিভিন্ন ধরনের ক্রীড়া ক্ষেত্রেও প্রশিক্ষণ দিচ্ছেন ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলতলি ভান্ডানির শাকালুরহাটের বাসিন্দা প্রণব বর্মন

আলিপুরদুয়ার:- সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। অভাবের সংসারে নিজেকে চালাতে হচ্ছে টোটো। কিন্তু এলাকার উঠতি বয়সিদের বিপথগামী হতে দেখে নিজে ঠিক থাকতে পারেননি। তাই টোটো চালানোর ফাঁকেই যুবক যুবতীদের দিচ্ছেন ক‍্যারাটে প্রশিক্ষণ। পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রীড়া ক্ষেত্রেও প্রশিক্ষণ দিচ্ছেন ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলতলি ভান্ডানির শাকালুরহাটের বাসিন্দা প্রণব বর্মন।
একজন টোটো চালকের এমন উদ্যোগে এলাকায় ফিরছে সুস্থ পরিবেশ। প্রণব বর্মন বলেন, “বর্তমানে পড়ুয়ারা মোবাইল ফোনে নিজেরদের বন্ধি করে রাখছে। তাই তাদের মাঠ মুখি করতে উদ্যোগ নিই। প্রণব জানিয়েছেন, দুঃস্থ পরিবারের বহু শিক্ষার্থীদের বিনামূল্যে ক‍্যারাটে প্রশিক্ষণ দেন তিনি। বর্তমানে ফালাকাটা ব্লকের তিন টি জায়গায় এই ক‍্যারাটে প্রশিক্ষণ দিচ্ছেন প্রণব।” জানা গিয়েছে, সারাদিন টোটো চালিয়ে বিকেলে মাঠে ফেরা। সেখানে প্রায় ২ ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হয়।তারপর সন্ধ্যা নামতেই ফের টোটো  নিয়ে পেট চালানোর কাজে বের হয়ে যাওয়া। তাই টোটো চালক ক‍্যারাটে মাস্টার হিসাবেই তাকে সকলে চেনেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments