জলপাইগুডি : প্রজাপিতা ব্রহ্মাকুমারি ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের দার্জিলিং শাখার তরফ থেকে ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো স্বর্ণ জয়ন্তী উৎসব। উক্ত অনুষ্ঠানে সারা রাজ্য এবং দেশের বিভিন্ন সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা ব্রহ্মা কুমারী ভাই বোনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রীর স্ত্রী শ্রীমতি কৃষ্ণা কুমারী রাই যিনি স্বয়ং ২০০৮ এ ব্রহ্মাকুমারীর জ্ঞান অর্জন করেন।
দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রায় ১৫০০ মানুষের জমায়েত হয়েছিল। প্রথম দিন প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জলপাইগুড়ি সেবা কেন্দ্রের বিকে নিতু এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন। তিনি বলেন আজ সারা পৃথিবীতে যে নকারাত্মক পরিবেশ তৈরি হয়েছে তার মাঝে থেকে কীকরে নিজের জীবনকে সুষ্ঠ ভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় সেই বার্তাই দেওয়া হয় এই সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে। এখানে সকল বয়সের সকল ধর্মাবল্বীদের সমানভাবে জ্ঞান প্রদান করা হয়ে থাকে। ব্রহ্মাকুমারীর সকল সেবাকেন্দ্রে ৭ দিন প্রতিদিন ১ ঘণ্টা করে নিঃশুল্ক কোর্সের ব্যবস্থা আছে।