মুর্শিদাবাদ: ১১ ইঞ্চার পাইপ গান সহ একজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার ভগবানগোলা থানা এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্র খবর পেয়ে ভগবানগোলা থানার কাংটা পাহাড়পুর কালভাট সংলগ্ন এলাকায় এক যুবককে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি লোহার তৈরি ১১ ইঞ্চের দেশী পাইপ গান সহ এক রাউন্ড কার্তুজ। ঘটনায় ধৃত যুবকের বিরুদ্ধে অবৈধ ভাবে আগ্নেয়াস্ত্র রাখায় ভারতীয় ন্যায় সংহতি (BNS) ধারায় মামলা লাগু করেছে পুলিশ।
এদিন এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, বিশেষ সূত্রে খবর পেয়েই ওই আগ্নেয়াস্ত্র কারবারি কে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরো কে বা করা জড়িত টা জানতে ও ঘটনার বিস্তারিত তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আজ আদালতে তোলা হয়েছে।