আলিপুরদুয়ার:– উৎসবের মরসুম! তবে এই দুর্গা পূজার প্রাক্কালে মাদক কারবারিদের পোয়াবারো। কারণ, এই সময়ে অনেকটাই বেড়ে যায় মাদকের চাহিদা। তবে সেই চাহিদার মধ্যে জল ঢেলে দিল পুলিশ। মাদক পাচারের আগেই ১১ হাজার ৫২০ পিস নেশার ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি ছোট গাড়িকে জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তি ডাঙ্গাপাড়া এলাকায় আটক করে।
গাড়ির দরজা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। গাড়ির ভিতরে থরে থরে নেশার ট্যাবলেট। এদিন প্রচুর নেশার ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ এবং সেই সঙ্গে তার গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। এদিন ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদার, ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার, ফালাকাটার বিডিও অনিক রায় উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ হাজার ৫২০ পিস নেশার ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের গাড়িটিও বাজেয়াপ্ত করে পুলিশ। শুক্রবার ধৃত যুবককে আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।