সোমনাথ ঘোষ,হুগলি :হুগলি জেলা হাসপাতালে পেন ডাউন চিকিৎসকদের।সকাল থেকে ওপিডি চালু হলেও ৩০মিনিট পেন ডাউন করেন ডাক্তারবাবুরা।চিকিৎসকরা জানান তারা জরুরি পরিষেবা চালু রেখেছেন।
জেলা হাসপাতাল হলেও অনেক পরিকাঠামোর অভাবে সব সময় সঠিক চিকিৎসা দেওয়া যায় না।ফলে রেফার করতে হয়।যার জন্য ডাক্তাররা দায়ী নয়।শুধু এজজন চিকিৎসক ধর্ষন ও খুন হয়েছেন এমনটা ভাবলে হবে না।যে দূর্নীতি যে গুন্ডামি মাফিয়া রাজ চলছে এই ব্যবস্থার পরিবর্তন দরকার।ডাক্তার সংস্কারে নেমেছেন তাই সবাইকে এই আন্দোলনে পাশে থাকার আবেদন জানান।