পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার বিকাল ৩ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের গোবর্ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে ,গত চারদিন আগে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী পড়াশুনো না করায় স্কুলের সহশিক্ষক সূর্যেন্দু বিকাশ পাত্র ছাত্রীর হাতে লাঠির বাড়ী মারে বলে অভিযোগ। আহত হয় স্কুল ছাত্রীটি ।
পরিবারের লোকেরা চিকিৎসা ও করায়। সেই ঘটনায় আজ ঐ ছাত্রীর বাবা দলবল নিয়ে স্কুলে মধ্যে ঢুকে শিক্ষককে কিল চড় ঘুসি মারে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ স্কুলে আসে ।স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন ওই শিক্ষক ছাত্রীকে মারধরের ঘটনায় অভিভাবকের কাছে ক্ষমা চেয়েছে। তাসত্ত্বেও অভিভাবক আজ দল বল নিয়ে এসে শিক্ষকে বেধাড়ক মারধর করে। এই ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।