Monday, December 23, 2024
Homeজেলার খবরইসলামপুর শহরের অন্যতম প্রাচীন পূজা গুলির মধ্যে অন্যতম এনএস রোড  বাজার সার্বজনীন শ্রী...

ইসলামপুর শহরের অন্যতম প্রাচীন পূজা গুলির মধ্যে অন্যতম এনএস রোড  বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির

ইসলামপুর: ইসলামপুর শহরের অন্যতম প্রাচীন পূজা গুলির মধ্যে অন্যতম এনএস রোড  বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির।এবার তাদের দুর্গাপূজায় চমক প্যারিসের আইফেল টাওয়ার। এবারে তাদের ৬৫ তম বর্ষ। আজ খুঁটি পূজার মধ্য দিয়ে পূজার প্রস্তুতি শুরু করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল ক্লাবের সেক্রেটারি জিৎ গাঙ্গুলী সহ ক্লাব সদস্য মোঃ বাবলু রাজিব দাশসহ ব্যবসায়ী সংগঠনের সদস্য কানাইয়া লাল বোথরা।

পৌরসভার চেয়ারম্যান বলেন যখন ইসলামপুর বিহারে ছিল সেই সময় থেকেই এই দুর্গাপূজা হয়ে যাচ্ছে। তবে তারা এবার আইফেল টাওয়ার বানাচ্ছেন দর্শক সমাগম প্রচুর হবে। অপরদিকে জিৎ গাঙ্গুলী ক্লাব সম্পাদক জানান প্রতিবছরই আমাদের ক্লাবের চমক থাকে গত বছর প্রচুর দর্শক আমাদের মন্ডপ উপভোগ করেছেন। তবে এ বছর আমাদের নতুন সংযোজন আইফেল টাওয়ার যা দেখতে সাধারণ মানুষ ভিড় করবে বলে তিনি মনে করেন। তিনি তিনি আরো বলেন আমাদের এই পুজোয় হিন্দু-মুসলিম মারবাড়ি বিভিন্ন ধর্মের  সবাই একসঙ্গে মেতে উঠে পুজোতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments