বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-আসন্ন দুর্গা পুজা উপলক্ষে বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ প্রশাসন। শহরের দূর্গা পূজা মন্ডপ গুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজোর আনন্দ উপভোগ করতে পারেন, যানজট মুক্ত ভাবে মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে পারে, তা নিশ্চিত করতেই এদিন বালুঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সরোজমিনে খতিয়ে দেখে পুলিশ। এদিন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্ব মঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পথে নামেন।
পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা ওয়ান ওয়ে করা হবে, কোন রাস্তায় যানবাহন চলাচল করবে এবং কোন কোন রাস্তায় পুজোর সময় যানবাহন বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে তার একটি পরিকল্পনা তৈরি করতেই শহরের রাস্তা গুলি এবং পূজা মণ্ডপ গুলি পরিদর্শন করেন পুলিশ আধিকারিকেরা। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, দর্শনার্থীদের জন্য রোড গাইড ম্যাপ তৈরি করা হবে, সেই উপলক্ষে এদিন শহরের বড় পুজো মন্ডপ গুলোর যাতায়াতের রাস্তা দেখে, সেই মতো পরিকল্পনা করা হবে, যাতে দর্শনার্থীরা পূজোর কটা দিন নির্বিঘ্নে পুজো দেখতে পারে।