কোচবিহার : ওয়াকফ বিল বাতিল এবং ওবিসি সার্টিফিকেট চালু করার দাবিতে সোচ্চার নস্যশেখ উন্নয়ন পরিষদ।
দিনহাটা শহরের আপন ঘরে এদিন সংগঠনের কোচবিহার জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল । ওই সভায় কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল বাতিলের দাবিতে জোরদার আন্দোলন সংগঠিত করবার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ওবিসি সার্টিফিকেট অবিলম্বে চালু করার দাবি নিয়েও আলোচনা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনাল হক,সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মহম্মদ মহিউদ্দিন, নস্যশেখ ওলেমা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মহম্মদ আনোয়ার হোসেন সাঈদী, বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার শামীম আক্তার, সাজ্জাদ হোসেন আহমেদ, অ্যাডভোকেট আহসানুল আলম সরকার, কোচবিহার জেলা কমিটির আব্দুল রহিম মিয়া ও প্রমুখ।
সংগঠনের তরফে জানানো হয়, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার নস্যশেখ উন্নয়ন বোর্ড গঠন করে দিয়েছেন এবং সেই বোর্ডের মাধ্যমে যাবতীয় উন্নয়ন গুলোকে জনজাতির মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সংগঠন বদ্ধপরিকর। এমনকি উন্নয়নের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এই পিছিয়ে পড়া জনজাতির মানুষকে সচেতন করবার বিষয়ক প্রশিক্ষণ প্রদানের গুরুত্ব নিয়ে এদিন আলোচনা হয়।