শিলিগুড়ি : প্রধানমন্ত্রীর জলজীবন মিশন প্রকল্পের একাধিক দুর্নীতির অভিযোগ তুলে খড়িবাড়ির বিডিওকে ৭ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করলো বিজেপির খড়িবাড়ি-বুড়াগঞ্জ মন্ডল কমিটি।
বুধবার অর্থাৎ আজ খড়িবাড়ি বিজেপি দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিডিও দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। অভিযোগ, বাড়ি বাড়ি জলের পাইপে কোথাও পুরানো আবার কোথাও লোহার, কোথায় আবার প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হচ্ছে। শিল্যানাসের আগেই নতুন নির্মাণ করা জলের ট্যাঙ্ক থেকে জল চুইয়ে পড়ছে। কলের ট্যাপগুলি মজবুত করতে পুরানো কাপড় লাগাচ্ছে ঠিকাদার সংস্থা।
জলজীবন মিশন প্রকল্পের দুর্নীতি রুখতে ব্লকের সমস্ত পঞ্চায়েত সদস্যদের নিয়ে ১০ দিনের মধ্যে বৈঠক করে সঠিক তথ্য দিতে হবে নাহলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন খড়িবাড়ি-বুড়াগঞ্জ মন্ডল সভাপতি কল্যাণ কুমার প্রসাদ।