Monday, December 23, 2024
Homeজেলার খবরদিনহাটায় ১ নম্বর তিনটি গ্রাম পঞ্চায়েতে চারটি রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন...

দিনহাটায় ১ নম্বর তিনটি গ্রাম পঞ্চায়েতে চারটি রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ

 দিনহাটা – দিনহাটায় ১ নম্বর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে চারটি রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের সূচনা হয়। যে চারটি রাস্তার কাজের সূচনা হলো এর  মধ্যে ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে দু’টি রাস্তা, আটিয়াবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে একটি রাস্তা এবং আটিয়াবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে একটি রাস্তা। এই চারটি রাস্তার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।
  এদিন আটিয়াবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই রাস্তার সূচনা উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন ছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ।
  এদিন আটিয়াবাড়িতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, গ্রামের মানুষের সব সময় উন্নয়নের জন্য চিন্তাভাবনা করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলের বন্দোবস্ত থেকে শুরু করে সবকিছুই উন্নয়নের কাজ শুরু হয়েছে। বামফ্রন্টের ৩৪ বছরে যে উন্নয়নের কাজ হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করে দেখিয়েছেন।
কাজেই উন্নয়নের স্বার্থে, উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে। এর জন্য সমস্ত স্তরের মানুষকে তৃণমূলের পাশে এসে দাঁড়াতে হবে। মন্ত্রী আরও বলেন, কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি, তারা মানুষের মধ্যে ভেদাভেদৃষ্টির জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তৃণমূল চায় মানুষের মধ্যে ঐক্যবদ্ধ, মানুষের উন্নয়ন। যে উন্নয়ন নরেন্দ্র মোদী সরকার চায় না। তিনি বলেন, আরজিকর কান্ড নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে এরাজের বিরোধী দলগুলি। তারা বিচার চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দোষী ব্যক্তির ফাঁসি চেয়েছেন। কিন্তু আরজিকর কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর। অথচ বিরোধীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবী জানাচ্ছে। বর্তমানে সমস্ত দায়িত্ব সিবিআই- এর অথচ এটাকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে।
  এদিন মন্ত্রী উদয়ন গুহ ওকরাবাড়ি এলাকায় দু’টি রাস্তার শিলান্যাস করেন। এই উপলক্ষে সেখানেও এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানেও বক্তব্য রাখেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments