মালদা : স্বচ্ছ ভারত উন্নত ভারত স্লোগান তুলে সচেতনতা মিছিল করলে মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল।
শুক্রবার মালদা শহরের মহানন্দা পল্লী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয়। এরপর স্বচ্ছ ভারত উন্নত ভারতের স্লোগান তুলে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হয়।
হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে র্যালি অংশ নেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভানেত্রী তথা ইংরেজবাজার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীপর্ণা রায় সহ সিনিয়র সিটিজেন কমিটির সদস্যরা।
এদিন মহানন্দা পল্লী এলাকায় সচেতনতা র্যালি পরিক্রমা করে।ইংরেজবাজার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বলেন-সাধারণ মানুষকে সচেতন করতে প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন ও বৃক্ষরোপন উৎসব পালন করা হয়।ছাত্রীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে র্যালির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন বার্তা তুলে ধরা হয়।বৃক্ষরোপণ কতটা জরুরী এছাড়াও ক্যারিব্যাগ কতটা ক্ষতিকারক সহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং বৃক্ষরোপন করা হয় ।