পূর্ব মেদিনীপুর: প্রতিবছরের ন্যায় প্রচন্ড গরমে মুমুর্শ রোগীদের প্রাণ বাঁচাতে রক্তদান শিবিরের আয়োজন করলো শ্রমিক ইউনিয়ন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে দীঘা বাইপাস টোটো শ্রমিক উনিয়নের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হলো। উদ্যোক্তারা জানিয়েছেন বিশ্বকর্মা পূজো উপলক্ষে আজকের এই আয়োজন।
এদিনের রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা সহ মোট ৫০ জন রক্তদান করেন। কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মীরা রক্তসংগ্রহ করেন। এছাড়াও রয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি, কাঁথি টাউন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সিন্টু লালা,সেক হারেস কাঁথি টাউন এর জেনারেল সেক্রেটারি।