Friday, December 20, 2024
Homeজেলার খবরসাংবাদিককে শারীরিক নিগ্রহ ও প্রাণনাশের হুমকির অভিযোগে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া

সাংবাদিককে শারীরিক নিগ্রহ ও প্রাণনাশের হুমকির অভিযোগে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া

ত্রিপুরা,বিক্রম কর্মকার:-সাংবাদিককে শারীরিক নিগ্রহ ও প্রাণনাশের হুমকির অভিযোগে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া, ত্রিপুরা শাখার ডেপুটেশনের পর পুলিশের তৎপরতায় গ্রেফতার ৩ অভিযুক্ত!
ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহরের সাংবাদিক অরিন্দম দে- এর উপর শারীরিক নিগ্রহ এবং প্রাণনাশের চেষ্টা চালায় নিগো মাফিয়ারা । ঘটনা শনিবার রাতে ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহর পায়তুরবাজার পদ্মের পাড় এলাকায়। সাংবাদিক অরিন্দম দে তার পেশাগত দায়িত্ব পালন করে কৈলাসহর প্রেসক্লাব থেকে বাড়ি ফেরার পথে, বাড়ির পার্শ্ববর্তী স্থানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা নিগো মাফিয়ার সাথে যুক্ত থাকা কয়েকজন যুবক সাংবাদিক অরিন্দম দে’কে গালাগাল শুরু করে। সাংবাদিক অরিন্দম দে বাড়ির গেট খুলে প্রবেশ করতে গেলে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নিগো মাফিয়া বাবলু দেব, উত্তম শব্দকর, এবং চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রবীর দাসের নেতৃত্বে প্রায় ১৪ থেকে ১৫ জন যুবক সাংবাদিক অরিন্দম দে এর উপর শারীরিক নিগ্রহ এবং প্রাণনাশের চেষ্টা করে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া, ত্রিপুরা শাখার এক প্রতিনিধি দল  ঊনকোটি ত্রিপুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ভি ডারলং- এর নিকট এক ডেপুটেশন প্রদান করে। উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি , জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার সভাপতি বিক্রম কর্মকার, সম্পাদক বিকাশ দাস, কৌশিক অধিকারি সহ অন্যান্যরা। জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া, ত্রিপুরা শাখার ডেপুটেশনের পর সাংবাদিক অরিন্দম দে এর উপর শারীরিক নিগ্রহ ও প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযুক্ত ৩ নিগো মাফিয়াকে রাত একটার সময় পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।  বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments