মালদা: পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে মালদা টাউন হলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়। চারা গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এই উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ট্রাই সাইকেল, শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন,ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, মালদা জেলা গ্রন্থাগারের প্রশাসক প্রসেনজিৎ দাস, জেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের আধিকারিক সন্দীপ সুন্দর মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।