Friday, December 20, 2024
Homeউত্তরবঙ্গপুজোর মুখে একগুচ্ছ নতুন পরিকল্পনা নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

পুজোর মুখে একগুচ্ছ নতুন পরিকল্পনা নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

কোচবিহার: পুজোর মুখে একগুচ্ছ নতুন পরিকল্পনা  নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বৃহস্পতিবার সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন।আগামীকাল এবং ১ অক্টোবর এই দুই দিনে নন এসি স্ট্যান্ডার্ড রকেট বাস এবং তিনটি এসি রকেট বাস উদ্বোধন করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।  তিনি আরো বলেন, আগামীকাল শুক্রবার কোচবিহারের  সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে দুটি নন এ সি রকেট, দুটি এসি রকেট এবং দুটি সিএনজি বাসের উদ্বোধন হবে।

রকেট বাস চলবে কোচবিহার কলকাতা রুটে এবং সিএনজি বাস চলবে কোচবিহার শিলিগুড়ি রুটে। আগামী এক তারিখ শিলিগুড়িতে দুটি সিএনজি বাস এবং দুটি এসি রকেট বাসের শুভ সূচনা হবে। একই সঙ্গে গত দুবছর ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবারের ৩৮ জন ড্রাইভার কন্টাকটার এবং টেকনিশিয়াল স্টাফকে পুরস্কৃত করা হবে পুজোর সময়। পুরস্কার হিসেবে থাকছে সার্টিফিকেট, গাছের চারা এবং সেইসঙ্গে ১০ হাজার টাকার চেক। কোচবিহারের সাথে সাথে শিলিগুড়ি রায়গঞ্জ এবং বহরমপুর ডিভিশনেও এই একই ধরনের পুরস্কার বিতরণ কর্মসূচি থাকছে। পুজো ধামাকা হিসেবে থাকছে সবুজের পথে হাতছানি। যার জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে কথা হয়েছে বলে জানান পার্থপ্রতিম রায়।

পুজোর সময় চতুর্থী এবং পঞ্চমীর দিন এই যাত্রা হবে যার রুট ম্যাপ তৈরি হবে সোমবার। তিনি বলেন সম্প্রতি ফরেস্টে বেশ কিছু অ্যাক্টিভিটির শুরু হয়েছে পর্যটন আকর্ষণ বাড়াতে এবং এই পর্যটন আকর্ষণ কে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বভার গ্রহণ করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সেই কারণেই যাত্রীদের এবং পর্যটকদের এই সুবিধা দিতে চলেছে সংস্থা। এ বিষয়টি ফিক্স আপ হয়ে গেলেই সম্পূর্ণ প্রজেক্টটি তুলে ধরা হবে। একটা ট্যুর প্যাকেজ হবে সবুজের পথে হাতছানি, অনেকটা বড় আকারে আসতে চলেছে বলে জানান পার্থপ্রতিম রায়। পুজোর মুখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে যাত্রীদের পাশাপাশি পর্যটকদের অনেকেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments