Sunday, December 22, 2024
Homeউত্তরবঙ্গকাঁচা সবজি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রশিদ দিতে নির্দেশ খুচরা ও পাইকারি...

কাঁচা সবজি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রশিদ দিতে নির্দেশ খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের

 ধূপগুড়ি : কাঁচা সবজি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে  রশিদ দিতে নির্দেশ খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের। অভিযানে গিয়ে এমনটাই নির্দেশ দিলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা।সরকারি সমস্ত ব্যস্ততার মাঝেও চলছে মহকুমা শাসকের অভিযান। কাঁচা সবজির বাজারদর নিয়ন্ত্রণে রশিদ দেওয়ার নির্দেশ দিলেন ব্যবসায়ীদের।  এদিনও ধূপগুড়ি ও বানারহাট শহরের কাচা সবজির বাজার পরিদর্শন করলেন আধিকারিকরা। পাইকারি এবং খুচরা বাজার দর যাচাই করতে অভিযানে নামেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, ধূপগুড়ি আর এম সি সম্পাদক ও পুলিশ আধিকারিকরা।
কাঁচা সবজির বাজার দর অগ্নি মূল্য হওয়ার কারণে চিন্তায় পড়েছিল সাধারণ মানুষ। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন টাস্ক ফোর্স গঠন করার। সেই মতো টাস্ক ফোর্সের সদস্যরা বানারহাট এবং ধূপগুড়ি শহরের সবজির বাজার দর যাচাই করেন।
এদিনও পাইকারি ও খুচরো বাজারে কাঁচা সবজি বাজার দরে বিস্তর ফারাক  দেখতে পান মহকুমা শাসক। তাই ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় থেকে কাঁচা সবজি বিক্রির ক্ষেত্রে রশিদ ব্যবহার করতে হবে। না হলে করা ব্যবস্থা না হবে খুচর ব্যবসায়ীদের বিরুদ্ধেও। সেই সাথে পাইকার দের কেও কাচা সবজি বিক্রির সময় রশিদ দিতে হবে খুচরো ব্যবসায়ীদের সেই নির্দেশ ও দেওয়া হয় এদিন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments